০৯/০৪/২০২৫ আমাদের প্রিয় সংগঠন, ওয়েষ্ট বেঙ্গল ভেটেরিনারি অ্যালামনি অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সর্বশেষ সভায় 'ওয়ার্ল্ড ভেটেরিনারি ডে'২৫' উদযাপন (২৬ শে এপ্রিল) উপলক্ষে রাজ্যের সমস্ত জেলায় একই দিনে, একই সুরে ও তালে, আগামী ২৭শে এপ্রিল'২৫, রবিবার, জেলা/ইউনিটগত সাংগঠনিক উদ্যোগে ও আয়োজনে কুকুর-বিড়ালের 'জন্ম নিয়ন্ত্রণ (ABC)' .....
"রয়েছো তুমি এ কথা কবে
জীবন মাঝে সহজ হবে"
সুধী সংগঠন সাথী
আমাদের প্রিয় সংগঠন ওয়েষ্ট বেঙ্গল ভেটেরিনারি অ্যালামনি অ্যাসোসিয়েশন যেমন সারা রাজ্যের পেশাজীবী প্রাণীচিকিৎসকদের পাশে আছে, ঠিক তেমনি আছে সদ্যপাশ করা নব্য প্রাণীচিকিৎসক এবং পড়ুয়া ছাত্রছাত্রীদের সাথে। সর্বোপরি আছে পেশার সার্বিক স্বার্থে এবং রাজ্যব্যপী প্রাণীপালকদের আর্থসামাজিক মানোন্নয়নে। এ কথা সহজ করে বলার অধিকার এবং স্বাধীনতা একমাত্র আমাদের প্রিয় সদস্যদেরই আছে, যারা এই সংগঠনের প্রাণশক্তি। আমারা শুধু সাফল্যে নয়, সার্থকতায় বিশ্বাস করি।
সম্বৎসর বিবিধ সামাজিক ও আন্দোলন কর্মসূচীর সফল ও সার্থক রূপায়নের পাশাপাশি আমাদের ভাবনায় ভিড় করে নিত্য নতুন সাংগঠনিক কর্ম পরিকল্পনা। সেরকম একটি ভাবনার সার্থক রূপায়ণ হলো গতকাল, ২রা মার্চ'২৫, রবিবার, আমাদের বিশ্ববিদ্যালয়ের 'বিবেক হল'এ।
প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে আজকের এই মহতী অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন আমাদের সংগঠনের অভিভাবকসম প্রাক্তন সভাপতি এবং ওয়েষ্ট বেঙ্গল ভেটেরিনারি কাউন্সিলের সম্মাননীয় সভাপতি ডাঃ আশুতোষ বিশ্বাস মহোদয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন WBLDC'র সম্মানীয় 'ম্যানেজিং ডিরেক্টর' ডাঃ উৎপল কর্মকার। বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর (ডা:) শুভাশীষ বটব্যাল মহাশয়। এছাড়াও প্রাক্তন যুগ্ম অধিকর্তা ডাঃ তপন সাধু খাঁ এবং প্রাক্তন উপ-অধিকর্তা ডাঃ তারাশঙ্কর পানের উজ্জ্বল উপস্থিতি আজকের এই অনুষ্ঠানের অন্যতম বড় প্রাপ্তি। উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টাদ্বয় ডাঃ শিবাজি ভট্টাচার্য এবং ডাঃ সুফল চন্দ্র খাঁ মহাশয়।
তিনটি পর্যায়ে বিভক্ত ছিল আমাদের আজকের সারাদিনের কর্মকান্ড। প্রথম পর্যায়ে আমরা প্রায় পঞ্চান্ন জন সদ্য পাশ করা নব্য প্রাণী চিকিৎসক সদস্য সদস্যাদের পুস্পস্তবক-স্মারক-উপহার সামগ্রী সহকারে বরণ করি এবং সম্বর্ধনা জানাই। তারপর দ্বিতীয় পর্যায়ে ছিল কর্মপ্রার্থী নব্য প্রাণীচিকিৎসকদের উদ্দেশ্যে 'ক্যারিয়ার কাউন্সেলিং'। শুরুতেই রাজ্যে, দেশে এবং দেশের বাইরে উচ্চশিক্ষার বিবিধ সুযোগ ও সংবাদ নিয়ে বিশদে আলোচনা করেন অন্যতম বিশিষ্ট অতিথি প্রফেসর ডাঃ শুভাশীষ বটব্যাল মহাশয়, মাননীয় অধ্যাপক, জৈবরসায়ন বিভাগ, প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ব বিদ্যালয়।
বিভিন্ন সেক্টরে নিয়োগের সুযোগ ও সম্ভাবনা নিয়ে বিষয় ভিত্তিক আলোচনা রাখেন অন্যান্য বিশিষ্ট অতিথি বক্তারা।
যেমন, POULTRY SECTOR, KVK, DAIRY SECTOR এবং MVU তে নিয়োগের ক্ষেত্রে প্রভূত সম্ভাবনা নিয়ে তাঁদের সুচিন্তিত ও সুবিন্যস্ত আলোচনা রাখেন বিভাগের বিভিন্ন পদে কর্মরত আমাদের সদস্যবন্ধু যথাক্রমে ডাঃ পুষ্পেন্দু পাঁজা, ডাঃ এম.হাসান খাঁন, ডাঃ সৌগত চক্রবর্ত্তী এবং ডাঃ পার্থসারথি চট্টোপাধ্যায় মহাশয়। সর্বোপরি, আমাদের রাজ্যের প্রাণীসম্পদ বিকাশ বিভাগে নিয়মিত PSC ডাকা, আগামী দিনে WBLDC, POULTRY FEDERATION, PBGSBS, MVU-MVC, MILK UNION সহ বিভিন্ন ক্ষেত্রে প্রাণী চিকিৎসকদের নতুন কর্মসংস্থান সৃষ্টির সম্ভাবনা ত্বরান্বিত করতে আমাদের সাংগঠনিক তৎপরতা, ইন্টিগ্রেটেড সার্ভিস সংক্রান্ত বিষয়ের সফল ও সার্থক রূপায়ণ পরবর্তীতে বেসিক ক্যাডার ও উচ্চতর পদে সংখ্যাভিত্তিক নতুন পদ সৃষ্টি হওয়ার ভবিষ্যত সম্ভাবনা কে বাস্তবায়িত করতে, সাধারণ সম্পাদকের পক্ষ থেকে লাগাতার সাংগঠনিক আন্দোলন কর্মসূচীর সুচারু বিশ্লেষণ করা হয়।
ভাবনা ও পরিকল্পনা ছিল বহুদিনের, আমাদের প্রিয় সংগঠনের ওয়েবসাইটটির আধুনিকিকরণ ও পুনঃপ্রকাশ করার। আজ বাস্তবায়িত হলো সেই ভাবনা। তথ্যপ্রযুক্তির হাত ধরে একটি মাত্র ক্লিক-এ খুলে যাবে বিভাগীয়, বিভাগ সম্পর্কিত, বিভাগ বহির্ভুত প্রয়োজনীয় সমস্ত সরকারি আদেশনামা, বদলী, নিয়োগ, রাজ্য ও দেশব্যপী, এমন কি দেশের বাইরেও উচ্চশিক্ষা, বৃত্তি এবং খালি পদ সহ নিয়োগের বিজ্ঞপ্তি ও নির্দেশাবলী; হেল্থ স্কিম; জেলা ও ব্লক ভিত্তিক সারা রাজ্যের বিভাগীয় সমস্ত অফিস দপ্তরের অবস্থান সহ সামগ্রিক কার্যকলাপ এবং যাবতীয় তথ্যভান্ডারের তালা। বিভাগের সাথে প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে যুক্ত প্রত্যেকের কাছে গুরুত্বপূর্ণ ও সময়োপযোগি হবে আমাদের সংগঠনের এই ওয়েবসাইট www.wbvaa.org - এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। নব কলেবরে সুসজ্জিত এই ওয়েবসাইটির শুভ উদ্বোধন করলেন আজকের অনুষ্ঠানের সম্মাননীয় অতিথিবর্গ।
সমগ্র অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মাননীয় ডাঃ শোভনানন্দ মহান্তি। সভা শেষে ধন্যবাদ জ্ঞাপন করেন সংগঠনের প্রিয় সহ-সাধারণ সম্পাদক ডাঃ পার্থ সারথি নাগ। সবশেষে যথাযথ মর্যাদার সাথে জাতীয় সঙ্গীত পরিবশনের মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্ত হয়
'বহে নিরন্তর অনন্ত আনন্দধারা'র মতো নিত্য নিরলস আমাদের পথচলা, পেশার স্বার্থে এবং ছাত্র-ছাত্রী সহ পেশাজীবীদের স্বার্থে। আর এই পথচলাতেই আমাদের আনন্দ, আমাদের তৃপ্তি। সমগ্র কর্মপ্রনালীর সৈন্যশক্তি যেমন আমাদের সদস্য-সদস্যারা, তেমনি এই আনন্দ পরিতৃপ্তির অংশীদারও আমরা সকলে।
সবাইকে সাথে নিয়ে আগামী দিনেও আন্দোলন কর্মসূচী সহ আমাদের এই পথচলা অব্যাহত থাকবে - আশাবাদী আমরা।
জাতীয়তাবাদী অভিনন্দন সহ
ডাঃ শুভেন্দু হালদার
সাধারণ সম্পাদক
ওয়েষ্ট বেঙ্গল ভেটেরিনারি অ্যালামনি অ্যাসোসিয়েশন
০১/০৩/২০২৫ ওয়েষ্ট বেঙ্গল ভেটেরিনারি অ্যালামনি অ্যাসোসিয়েশন-এর উদ্যোগে নব্য প্রাণী চিকিৎসকদের সংবর্ধনা, ক্যারিয়ার কাউন্সেলিং ও সংগঠনের নতুন ওয়েবসাইট উদ্বোধনসহ এক সফল অনুষ্ঠান সম্পন্ন হলো...
"রয়েছো তুমি এ কথা কবে
জীবন মাঝে সহজ হবে"
সুধী সংগঠন সাথী
আমাদের প্রিয় সংগঠন ওয়েষ্ট বেঙ্গল ভেটেরিনারি অ্যালামনি অ্যাসোসিয়েশন যেমন সারা রাজ্যের পেশাজীবী প্রাণীচিকিৎসকদের পাশে আছে, ঠিক তেমনি আছে সদ্যপাশ করা নব্য প্রাণীচিকিৎসক এবং পড়ুয়া ছাত্রছাত্রীদের সাথে। সর্বোপরি আছে পেশার সার্বিক স্বার্থে এবং রাজ্যব্যপী প্রাণীপালকদের আর্থসামাজিক মানোন্নয়নে। এ কথা সহজ করে বলার অধিকার এবং স্বাধীনতা একমাত্র আমাদের প্রিয় সদস্যদেরই আছে, যারা এই সংগঠনের প্রাণশক্তি। আমারা শুধু সাফল্যে নয়, সার্থকতায় বিশ্বাস করি।
সম্বৎসর বিবিধ সামাজিক ও আন্দোলন কর্মসূচীর সফল ও সার্থক রূপায়নের পাশাপাশি আমাদের ভাবনায় ভিড় করে নিত্য নতুন সাংগঠনিক কর্ম পরিকল্পনা। সেরকম একটি ভাবনার সার্থক রূপায়ণ হলো গতকাল, ২রা মার্চ'২৫, রবিবার, আমাদের বিশ্ববিদ্যালয়ের 'বিবেক হল'এ।
প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে আজকের এই মহতী অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন আমাদের সংগঠনের অভিভাবকসম প্রাক্তন সভাপতি এবং ওয়েষ্ট বেঙ্গল ভেটেরিনারি কাউন্সিলের সম্মাননীয় সভাপতি ডাঃ আশুতোষ বিশ্বাস মহোদয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন WBLDC'র সম্মানীয় 'ম্যানেজিং ডিরেক্টর' ডাঃ উৎপল কর্মকার। বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর (ডা:) শুভাশীষ বটব্যাল মহাশয়। এছাড়াও প্রাক্তন যুগ্ম অধিকর্তা ডাঃ তপন সাধু খাঁ এবং প্রাক্তন উপ-অধিকর্তা ডাঃ তারাশঙ্কর পানের উজ্জ্বল উপস্থিতি আজকের এই অনুষ্ঠানের অন্যতম বড় প্রাপ্তি। উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টাদ্বয় ডাঃ শিবাজি ভট্টাচার্য এবং ডাঃ সুফল চন্দ্র খাঁ মহাশয়।
তিনটি পর্যায়ে বিভক্ত ছিল আমাদের আজকের সারাদিনের কর্মকান্ড। প্রথম পর্যায়ে আমরা প্রায় পঞ্চান্ন জন সদ্য পাশ করা নব্য প্রাণী চিকিৎসক সদস্য সদস্যাদের পুস্পস্তবক-স্মারক-উপহার সামগ্রী সহকারে বরণ করি এবং সম্বর্ধনা জানাই। তারপর দ্বিতীয় পর্যায়ে ছিল কর্মপ্রার্থী নব্য প্রাণীচিকিৎসকদের উদ্দেশ্যে 'ক্যারিয়ার কাউন্সেলিং'। শুরুতেই রাজ্যে, দেশে এবং দেশের বাইরে উচ্চশিক্ষার বিবিধ সুযোগ ও সংবাদ নিয়ে বিশদে আলোচনা করেন অন্যতম বিশিষ্ট অতিথি প্রফেসর ডাঃ শুভাশীষ বটব্যাল মহাশয়, মাননীয় অধ্যাপক, জৈবরসায়ন বিভাগ, প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ব বিদ্যালয়।
বিভিন্ন সেক্টরে নিয়োগের সুযোগ ও সম্ভাবনা নিয়ে বিষয় ভিত্তিক আলোচনা রাখেন অন্যান্য বিশিষ্ট অতিথি বক্তারা।
যেমন, POULTRY SECTOR, KVK, DAIRY SECTOR এবং MVU তে নিয়োগের ক্ষেত্রে প্রভূত সম্ভাবনা নিয়ে তাঁদের সুচিন্তিত ও সুবিন্যস্ত আলোচনা রাখেন বিভাগের বিভিন্ন পদে কর্মরত আমাদের সদস্যবন্ধু যথাক্রমে ডাঃ পুষ্পেন্দু পাঁজা, ডাঃ এম.হাসান খাঁন, ডাঃ সৌগত চক্রবর্ত্তী এবং ডাঃ পার্থসারথি চট্টোপাধ্যায় মহাশয়। সর্বোপরি, আমাদের রাজ্যের প্রাণীসম্পদ বিকাশ বিভাগে নিয়মিত PSC ডাকা, আগামী দিনে WBLDC, POULTRY FEDERATION, PBGSBS, MVU-MVC, MILK UNION সহ বিভিন্ন ক্ষেত্রে প্রাণী চিকিৎসকদের নতুন কর্মসংস্থান সৃষ্টির সম্ভাবনা ত্বরান্বিত করতে আমাদের সাংগঠনিক তৎপরতা, ইন্টিগ্রেটেড সার্ভিস সংক্রান্ত বিষয়ের সফল ও সার্থক রূপায়ণ পরবর্তীতে বেসিক ক্যাডার ও উচ্চতর পদে সংখ্যাভিত্তিক নতুন পদ সৃষ্টি হওয়ার ভবিষ্যত সম্ভাবনা কে বাস্তবায়িত করতে, সাধারণ সম্পাদকের পক্ষ থেকে লাগাতার সাংগঠনিক আন্দোলন কর্মসূচীর সুচারু বিশ্লেষণ করা হয়।
ভাবনা ও পরিকল্পনা ছিল বহুদিনের, আমাদের প্রিয় সংগঠনের ওয়েবসাইটটির আধুনিকিকরণ ও পুনঃপ্রকাশ করার। আজ বাস্তবায়িত হলো সেই ভাবনা। তথ্যপ্রযুক্তির হাত ধরে একটি মাত্র ক্লিক-এ খুলে যাবে বিভাগীয়, বিভাগ সম্পর্কিত, বিভাগ বহির্ভুত প্রয়োজনীয় সমস্ত সরকারি আদেশনামা, বদলী, নিয়োগ, রাজ্য ও দেশব্যপী, এমন কি দেশের বাইরেও উচ্চশিক্ষা, বৃত্তি এবং খালি পদ সহ নিয়োগের বিজ্ঞপ্তি ও নির্দেশাবলী; হেল্থ স্কিম; জেলা ও ব্লক ভিত্তিক সারা রাজ্যের বিভাগীয় সমস্ত অফিস দপ্তরের অবস্থান সহ সামগ্রিক কার্যকলাপ এবং যাবতীয় তথ্যভান্ডারের তালা। বিভাগের সাথে প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে যুক্ত প্রত্যেকের কাছে গুরুত্বপূর্ণ ও সময়োপযোগি হবে আমাদের সংগঠনের এই ওয়েবসাইট www.wbvaa.org - এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। নব কলেবরে সুসজ্জিত এই ওয়েবসাইটির শুভ উদ্বোধন করলেন আজকের অনুষ্ঠানের সম্মাননীয় অতিথিবর্গ।
সমগ্র অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মাননীয় ডাঃ শোভনানন্দ মহান্তি। সভা শেষে ধন্যবাদ জ্ঞাপন করেন সংগঠনের প্রিয় সহ-সাধারণ সম্পাদক ডাঃ পার্থ সারথি নাগ। সবশেষে যথাযথ মর্যাদার সাথে জাতীয় সঙ্গীত পরিবশনের মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্ত হয়
'বহে নিরন্তর অনন্ত আনন্দধারা'র মতো নিত্য নিরলস আমাদের পথচলা, পেশার স্বার্থে এবং ছাত্র-ছাত্রী সহ পেশাজীবীদের স্বার্থে। আর এই পথচলাতেই আমাদের আনন্দ, আমাদের তৃপ্তি। সমগ্র কর্মপ্রনালীর সৈন্যশক্তি যেমন আমাদের সদস্য-সদস্যারা, তেমনি এই আনন্দ পরিতৃপ্তির অংশীদারও আমরা সকলে।
সবাইকে সাথে নিয়ে আগামী দিনেও আন্দোলন কর্মসূচী সহ আমাদের এই পথচলা অব্যাহত থাকবে - আশাবাদী আমরা।
জাতীয়তাবাদী অভিনন্দন সহ
ডাঃ শুভেন্দু হালদার
সাধারণ সম্পাদক
ওয়েষ্ট বেঙ্গল ভেটেরিনারি অ্যালামনি অ্যাসোসিয়েশন
০১/০৩/২০২৫ প্রিয় সুহৃদ, আমাদের প্রিয় সংগঠন " ওয়েস্ট বেঙ্গল ভেটেরিনারি অ্যালামনি অ্যাসোসিয়েশন " সদাসর্বদা নুতন পাস আউট ছাত্র-ছাত্রীদের কর্মসংস্থানের জন্য আন্তরিক ভাবে চেষ্টা করে আসছে।...
প্রিয় সুহৃদ,
আমাদের প্রিয় সংগঠন " ওয়েস্ট বেঙ্গল ভেটেরিনারি অ্যালামনি অ্যাসোসিয়েশন " সদাসর্বদা নুতন পাস আউট ছাত্র-ছাত্রীদের কর্মসংস্থানের জন্য আন্তরিক ভাবে চেষ্টা করে আসছে। সেটা যেমন একদিকে PSC' র ক্ষেত্রে প্রযোজ্য সেরকম একইভাবে MVU-MVC, KVK, AMUL, Poultry Sector, বিভিন্ন Milk Union, Pharmaceutical company ইত্যাদি ক্ষেত্রেও একই রকমভাবে প্রযোজ্য। নুতন পাস আউট ভাইবোনদের জন্য MVU-MVC' র ক্ষেত্রে কর্মসংস্থানের লক্ষ্যে আজ আমরা সংগঠনের পক্ষ থেকে মাননীয় CEO, PBGSBS এবং মাননীয় MD, WBLDCL মহাশয়ের সাথে কথা বলি ও স্মারকলিপি জমা দিই। আমরা ভীষণ আশাবাদী আগমী কিছু দিনের মধ্যে উক্ত দুটি ক্ষেত্রেই নিয়োগের ব্যবস্থা হবে।
আমাদের প্রিয় সংগঠন এভাবেই ছাত্র-ছাত্রী ভাইবোনদের স্বার্থে কাজ করে যাবে। এটা আমাদের দায়িত্ব।
জয়হিন্দ, বন্দেমাতরম,
ওয়েস্ট বেঙ্গল ভেটেরিনারি অ্যালামনি অ্যাসোসিয়েশন জিন্দাবাদ।
ডা. শুভেন্দু হালদার
সাধারণ সম্পাদক/ WBVAA
২৩/০২ /২০২৫ ও ২৬/০২/২০২৫ তারিখে জেলা শাখার সাধারণ সভা, কার্যপর্যালোচনা ও নতুন কমিটি গঠনের অনুমোদন।...
প্রিয় সাথী,
গত ২৩.০২.২০২৫, দার্জিলিঙ-কালিম্পঙ, পুরুলিয়া, মালদহ, পূর্ব বর্ধমান, জলপাইগুড়ি ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলা শাখার এবং ২৬.০২.২০২৫ বীরভূম জেলা শাখার সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভাগুলিতে বিগত দুই বছরে জেলা কমিটি গুলির কর্মকাণ্ডের পর্যালোচনা, আগামী ২ বছরের জন্য নতুন জেলা কমিটির প্রস্তাব পেশ ও তার অনুমোদন হয়। বিভিন্ন পেশাগত ও প্রশাসনিক বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
জেলার বিশিষ্ট সদস্যগণ তাঁদের সুচিন্তিত মতামত তুলে ধরেন। উক্ত সভাগুলির কিছু বিশেষ মুহূর্ত। 👆
জয় হিন্দ। বন্দেমাতরম।
ওয়েষ্ট বেঙ্গল ভেটেরিনারি অ্যালামনি এ্যাসোসিয়েশন
জিন্দাবাদ।
২৫/০২ /২০২৫: ওয়েস্ট বেঙ্গল ভেটেরিনারি অ্যালামনি অ্যাসোসিয়েশন ২ মার্চ ২০২৫ তারিখে ক্যারিয়ার কাউন্সেলিং সেমিনার, নতুন সদস্যদের সম্বর্ধনা এবং পরিমার্জিত ওয়েবসাইট উদ্বোধন করবে। ওয়েবসাইটে চাকরি ও সেবা সম্পর্কিত তথ্য থাকবে।
প্রিয় সুহৃদ,
আমরা সকলেই জানি আমাদের প্রিয় সংগঠন " ওয়েস্ট বেঙ্গল ভেটেরিনারি অ্যালামনি অ্যাসোসিয়েশন " তার সূচনা কাল থেকেই পেশাজীবী দের স্বার্থে ও ছাত্র-ছাত্রী স্বার্থে কাজ করে আসছে। দুস্থ অথচ মেধাবী ছাত্র-ছাত্রীদের স্কলারশিপ দেওয়া, নিয়মিতভাবে PSC র ব্যবস্থাপনা, MVC-MVU, Amul তথা বিভিন্ন Private Concern এ কর্মসংস্থানের জন্য সাহায্য করা আমাদের প্রিয় সংগঠনের এক ঐতিহ্য এবং পরম্পরা। ছাত্র-ছাত্রী ভাইবোনদের এই সাহায্য টুকু করতে পারার কারণে আমরা খুবই আনন্দিত ও গর্বিত।
বিগত বছরের ন্যায় এবারও আমরা আগামী 02/03/2025 তারিখে ইউনিভার্সিটি ক্যাম্পাসের 'বিবেক হলে' ছাত্র-ছাত্রী ভাইবোনদের জন্য " Seminar on Career Counselling " করতে চলেছি। যেখানে উচ্চতর পড়াশোনা, সরকারি ও সরকার পোষিত ক্ষেত্র এবং বেসরকারি ক্ষেত্রে চাকরির সুযোগ সুবিধা, নিজস্ব উদ্যোগ ইত্যাদি নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। প্রতিটি ক্ষেত্রের জন্য স্পেশালিস্ট বক্তা থাকবেন। আশা করা যায় - এই আলোচনা ছাত্র-ছাত্রীদের প্রভূত উপকারে আসবে।
এছাড়াও ঐদিন আমরা আরো দুটি সাংগঠনিক কর্মসূচি পালন করব- এক) যেসব ছাত্র-ছাত্রী ভাইবোন নুতন পাশ করে (2025) আমাদের প্রিয় সংগঠনের সদস্য পদ গ্রহণ করেছে, তাদেরকে সংগঠনের পক্ষ থেকে সম্বর্ধনা দেওয়া হবে ( প্রায় পঞ্চান্ন জন)। দুই) আমাদের প্রিয় সংগঠনের একটি ওয়েবসাইট আছে, সেটিকে কিছুটা পরিমার্জন/পরিবর্ধন করে পাবলিকলি ওপেন করা হবে। এই নুতন ওয়েবসাইট থেকে ARD Department এর সার্ভিস সংক্রান্ত বিভিন্ন অর্ডার, বিভিন্ন হেল্থ সেন্টার সম্পর্কিত তথ্য, ট্রান্সফার অর্ডার, সার্ভিস কনফার্মেশন অর্ডার, অ্যাপয়েন্টমেন্ট অর্ডার, প্রমোশন অর্ডার, WBHS সম্পর্কিত তথ্য, PSC, MVU-MVC, Private Sector এ চাকরির সুযোগ সম্পর্কিত তথ্য, পড়াশোনা ইত্যাদি অনেক বিষয়ে বহু তথ্য থাকবে। আশা করি এই ওয়েবসাইট টি Retired Vet, In-service, Students সকলের জন্যই উপযোগী হয়ে উঠবে।
আমাদের প্রিয় সংগঠন সবসময়ই প্রফেশন ও ছাত্র-ছাত্রী দের জন্য আন্তরিক প্রচেষ্টা চালিয়ে আসছে এবং আমরা গর্ব করে বলতে পারি - বেশকিছু ঐতিহাসিক সাফল্য আমরা অর্জন করতে পেরেছি। আপনাদের সকলের আন্তরিক সহযোগিতা ও আশীর্বাদে আগামী দিনেও আমরা সংগঠনগতভাবে ভালো কিছু করতে পারবো, এ বিশ্বাস আমাদের আছে।
জয়হিন্দ, বন্দেমাতরম,
ওয়েস্ট বেঙ্গল ভেটেরিনারি অ্যালামনি অ্যাসোসিয়েশন জিন্দাবাদ।।
ডা. শুভেন্দু হালদার
সাধারণ সম্পাদক/ WBVAA
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
২০/০২ /২০২৫: গত ০৯.০২.২০২৫, উত্তর দিনাজপুর ও আলিপুরদুয়ার জেলা শাখার, ১৪.০২.২০২৫, উত্তর চব্বিশ পরগনা জেলা শাখার এবং ১৯.০২.২০২৫, কোলকাতা জেলা শাখার সাধারণ সভা অনুষ্ঠিত হয়।...
প্রিয় সাথী,
গত ০৯.০২.২০২৫, উত্তর দিনাজপুর ও আলিপুরদুয়ার জেলা শাখার, ১৪.০২.২০২৫, উত্তর চব্বিশ পরগনা জেলা শাখার এবং ১৯.০২.২০২৫, কোলকাতা জেলা শাখার সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভাগুলিতে বিগত দুই বছরে জেলা কমিটি গুলির কর্মকাণ্ডের পর্যালোচনা, আগামী ২ বছরের জন্য নতুন জেলা কমিটির প্রস্তাব পেশ ও তার অনুমোদন হয়। বিভিন্ন পেশাগত ও প্রশাসনিক বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
জেলার বিশিষ্ট সদস্যগণ তাঁদের সুচিন্তিত মতামত তুলে ধরেন। উক্ত সভাগুলির কিছু বিশেষ মুহূর্ত। 👆
জয় হিন্দ। বন্দেমাতরম।
ওয়েষ্ট বেঙ্গল ভেটেরিনারি অ্যালামনি এ্যাসোসিয়েশন
জিন্দাবাদ।
🙏🙏🙏🙏
২৬/০১/২০২৫: ২৬শে জানুয়ারী'২৫। দেশের ৭৬ তম প্রজাতন্ত্র দিবস আজ। ব্রিটিশ উপনিবেশ থেকে প্রজাতন্ত্রে ভারতের রূপান্তর ঘটলো সেদিন। জন্ম হলো নতুন ভারতবর্ষের। গৃহীত হলো দেশের সংবিধান, যেখানে স্বীকৃত হলো দেশের জনগণের নিজস্ব আইন ও মূল্যবোধ।...
প্রিয় সুহৃদ,
২৬শে জানুয়ারী'২৫। দেশের ৭৬ তম প্রজাতন্ত্র দিবস আজ। ব্রিটিশ উপনিবেশ থেকে প্রজাতন্ত্রে ভারতের রূপান্তর ঘটলো সেদিন। জন্ম হলো নতুন ভারতবর্ষের। গৃহীত হলো দেশের সংবিধান, যেখানে স্বীকৃত হলো দেশের জনগণের নিজস্ব আইন ও মূল্যবোধ।
আজকের এই মহান দিনে দাঁড়িয়ে এ কথা বলা বাহুল্য যে, পশ্চিমবঙ্গের প্রাণীচিকিৎসকদের সর্ববৃহৎ পেশাজীবী সংগঠন হলো ওয়েষ্ট বেঙ্গল ভেটেরিনারি অ্যালামনি অ্যাসোসিয়েশন। পেশার স্বার্থে, পেশাজীবীদের স্বার্থে এবং সর্বোপরি সমাজের ও সমাজের বিভিন্ন স্তরের মানুষের স্বার্থে নিরন্তর আমাদের পথচলা, সম্বৎসর আমাদের বিবিধ কর্মসূচীর সফল ও সার্থক রূপায়ণ। এই সাফল্যের মূল কারিগর, একদিকে কোচবিহার থেকে কাকদ্বীপ, অপরদিকে বান্দোয়ান থেকে সন্দেশখালি, রাজ্যব্যপী ছড়িয়ে থাকা সহস্রাধিক সদস্য-সদস্যার অফুরন্ত ইচ্ছে ও প্রাণশক্তি। একত্রিত, সংঘবদ্ধ আমরা, কেন্দ্রীয়ভাবে যেমন সক্ষম হয়েছি বেশকিছু ঐতিহাসিক দাবীদাওয়া আদায়ে, ঠিক তেমনি প্রশাসনিক স্তরে ন্যস্ত দায়িত্ব সঠিক ভাবে পালনের পরও দায়বদ্ধ আমরা সমাজের কাছে, প্রাণীপালকদের কাছে, সাংগঠনিক বিবিধ সামাজিক কর্মসূচী উপহার দিতে।
রক্তদান থেকে শুরু করে সামাজিক বনসৃজন, পথ কুকুর ও বিড়ালের ক্রমবর্ধমান বংশবৃদ্ধি নিয়ন্ত্রনে স্থানীয় সর্বস্তরের প্রশাসনিক সহায়তায় জন্ম নিয়ন্ত্রন কর্মসূচী, প্রাণী স্বাস্থ্য সুরক্ষা ও সচেতনতা শিবির, জলাতঙ্কের মতো মারণ রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে পথ-কুকুর ও বিড়ালের জলাতঙ্ক প্রতিষেধক গণ-টিকাকরণ,
অল্প-সহায় মানুষদের মধ্যে শীতবস্ত্র সহ মশারি, কম্বল ও শাড়ি বিতরণ, ছাত্রছাত্রীদের মধ্যে পাঠ্য সরঞ্জাম বিতরণ প্রভৃতি আমাদের সামাজিক দায়বদ্ধতার কতিপয় নমুনা।
সম্প্রতি দুটি জেলা তাদের নিজস্ব উদ্যোগে হাতে নিয়ে ছিল সেরকম একগুচ্ছ সামাজিক কর্মসূচী। সাংগঠনিক উদ্যোগে মহান সেই সব কর্মসূচীর সফল ও সার্থক রূপায়ণের আনন্দ সকলের সাথে ভাগ করে নেবো আজ, এই ঐতিহাসিক স্বর্ণোজ্জ্বল মহান প্রজাতান্ত্রিক দিবসে।
গত ২৯ শে ডিসেম্বর'২০২৪, রবিবার, ওয়েস্টবেঙ্গল ভেটেরিনারি অ্যালামনি এসোসিয়েশনের কোচবিহার জেলা শাখা উদ্যোগ নিয়েছিল, কোচবিহার শহরের প্রায় ২৫ টি এলাকায় পথ কুকুরের জলাতঙ্ক রোগের প্রতিষেধক গণ-টিকাকরণ কর্মসূচী পালন করার। জেলার সদস্যদের ঐকান্তিক প্রচেষ্টায় এবং শহরের কয়েকজন সেচ্ছাসেবকদের আত্মিক ও আন্তরিক সহযোগিতায় প্রায় ২৫০ টি পথ-কুকুরের টিকাকরণ সম্ভব হয়। মাননীয় পৌরপ্রধান, কোচবিহার পৌরসভা এবং কোচবিহার এর মাননীয় পুলিশ সুপারিনটেনডেন্ট মহাশয় এর সক্রিয় ভূমিকা এই শিবিরকে উজ্জ্বলতর রূপ দেয়।
পরবর্তী কালে গত ১২ই জানুয়ারী'২০২৫, রবিবার, আবারও কোচবিহার জেলা শাখার উদ্যোগে অত্যন্ত সময়োপযোগি তিনটি সামাজিক কর্মসূচী পালিত হল সাড়ম্বরে।
১) জাতীয় যুব দিবসে পরম পুরুষ স্বামী বিবেকানন্দের জন্ম দিবস পালন উপলক্ষ্যে ওনার প্রতিকৃতিতে বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে মাল্যদান করে শ্রদ্ধার্ঘ্য জানানো হয়।
২) স্ত্রী এবং পুরুষ সহযোগে মোট ২১ টি পথ কুকুরের শল্য চিকিৎসার মাধ্যমে বন্ধ্যাত্বকরণ সফলভাবে রূপায়িত হয়। পরবর্তীতে ঐ কুকুরগুলির সম্পূর্ণ সুস্থ ও স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার সকল ব্যবস্থাও সাংগঠনিকভাবে পালনের দায়িত্ব জেলা সংগঠন কাঁধে তুলে নেয়।
৩) সবশেষে, ৫০ জন প্রবীণ অল্প-সহায় নাগরিকদের শীতের ব্যবহারযোগ্য শাল প্রদান করা হয় কোচবিহার জেলা শাখার পক্ষ থেকে।
জেলার ২১ জন সদস্যের সক্রিয় ও সদর্থক উপস্থিতি সহ কোচবিহার এর সম্মাননীয় পুলিশ সুপারিনটেনডেন্ট দ্যুতিমান ভট্টাচার্য মহাশয়, অতিরিক্ত জেলা শাসক মাননীয় সৌমেন দত্ত মহাশয়, উত্তর বঙ্গ পরিবহন নিগমের চেয়ারম্যান মাননীয় পার্থ প্রতিম রায় মহাশয়, জেলার তুফানগঞ্জ মহকুমার মাননীয় মহকুমাশাসক ডাঃ বাপ্পা গোস্বামী মহাশয় এবং কোচবিহার কোতয়ালী থানার আই সি মাননীয় তপন পাল মহাশয় এর সোজ্জ্বল উপস্থিতি ও সক্রিয় ভূমিকায় এই কর্মসূচী উজ্জ্বলতর রূপ নেয়।
অন্যদিকে বিগত ২৩ শে জানুয়ারি'২৫ "পরাক্রম দিবস"-এ সিউড়ি পলিক্লিনিকে সকাল থেকে দেশনায়ক নেতাজী সুভাষ চন্দ্র বসু কে স্মরণ করে আমাদের প্রিয় সংগঠনের বীরভূম জেলা শাখা। সেই উদ্যোগে দায়বদ্ধ একটি সামাজিক অনুষ্ঠানে ৯৬টি পথ কুকুরের জলাতঙ্ক রোগের টিকাকরণ, ৫টি স্ত্রী কুকুরের বন্ধ্যাত্বকরণ এবং ১২টি পুরুষ কুকুরের নির্বীজকরণ করা হয় । জেলার সিউড়ি বিধানসভা ক্ষেত্রের সম্মাননীয় বিধায়ক শ্রীযুক্ত বিকাশ রায় চৌধুরী মহাশয়, ফেডারেশনের জেলা সভাপতি শ্রীযুক্ত চিত্ত অধিকারী মহাশয় এবং অন্যান্য নেতৃত্বের উজ্জ্বল উপস্থিতি ও সদর্থক অংশগ্রহনে অন্যতম সার্থকতা পায় এই মহতী অনুষ্ঠান।
বিভিন্ন অনুষ্ঠানে সমাজের বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতি আমাদের অনুপ্রেরণা দেয়, শক্তি জোগায় আগামীতে এগিয়ে চলার পথে।
সারা রাজ্য জুড়ে জেলায় জেলায়, ব্লকে ব্লকে, গ্রাম থেকে গ্রামান্তরে সামাজিক এ ধরণের কর্মসূচী রূপায়ণে সাংগঠনিক ভাবে আমরা দায়বদ্ধ। 'ঘরের কোণে' বসে না থেকে 'উড়িয়ে ধ্বজা অভ্রভেদী রথে', 'ভিড়ের মধ্যে ঝাঁপিয়ে পড়ে' মানুষের মনে, সমাজের প্রতি কোণে কোণে আমরা 'ঠাই ক'রে নেবো কোনোমতে'! মহান প্রজাতন্ত্র দিবসে এ আমাদের সাংগঠনিক শপথ, দৃঢ় অঙ্গীকার!
জয় হিন্দ! বন্দেমাতরম্! ওয়েস্ট বেঙ্গল ভেটেরিনারি অ্যালামনি অ্যাসোসিয়েশন জিন্দাবাদ!
... download
২৯/০১/২০২৫: 'প্রাণী কল্যাণ পক্ষ ২০২৫'...
ওয়েস্ট বেঙ্গল ভেটেরিনারি কাউন্সিল,
রাজ্য প্রাণী কল্যাণ পর্ষদ,
পশ্চিমবঙ্গ এবং প্রাণী সম্পদ ও প্রাণী স্বাস্থ্য অধিকার, পশ্চিমবঙ্গ
সুধী,
আগামী ৩০শে জানুয়ারী, ২০২৫ বৃহস্পতিবার ওয়েস্ট বেঙ্গল ভেটেরিনারি কাউন্সিলের ব্যবস্থাপনায় ও রাজ্য প্রাণী কল্যাণ পর্ষদ, পশ্চিমবঙ্গ এবং প্রাণী সম্পদ ও প্রাণী স্বাস্থ্য অধিকার, পশ্চিমবঙ্গ-এর সহযোগিতায় ওয়েস্ট বেঙ্গল ভেটেরিনারি কাউন্সিল অডিটোরিয়াম, বেলগাছিয়া, কলকাতা-৭০০০৩৭-এ রাজ্যস্তরের 'প্রাণী কল্যাণ পক্ষ ২০২৫' অনুষ্ঠিত হতে চলেছে।
অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন শ্রী স্বপন দেবনাথ, মাননীয় মন্ত্রী, প্রাণী সম্পদ বিকাশ বিভাগ, পশ্চিমবঙ্গ সরকার এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শ্রী কিংশুক প্রামাণিক, মাননীয় চেয়ারপার্সন, প্রাণী কল্যাণ পর্ষদ, পশ্চিমবঙ্গ।
উক্ত অনুষ্ঠানে আপনার প্রোজ্জ্বল উপস্থিতি একান্তভাবে কাম্য।
ধন্যবাদান্তে, ডাঃ আশুতোষ কুমার বিশ্বাস প্রেসিডেন্ট
ওয়েস্ট বেঙ্গল ভেটেরিনারি কাউন্সিল
০৩/১০/২০২৪: MVU এর Remuneration সংক্রান্ত অর্ডারের কথা...
প্রিয় সুহৃদ,
আবারও একটা আনন্দের দিন, একটা ইচ্ছা পূরণের দিন- অভিষ্ট লক্ষ্যে উপনীত হওয়ার দিন। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই বুঝেছেন। আমরা MVU এর Remuneration সংক্রান্ত অর্ডারের কথা বলছি।
আপনারা নিশ্চয়ই জানেন, আমরা দীর্ঘদিন যাবৎ MVU/MVC তে কর্মরত প্রাণী চিকিৎসকদের Monthly Remuneration Rs. 56,100/- এবং Yearly 3℅ enhancement-এর দাবী করে আসছি, সাথে Para-vet ও Driver cum Animal Attendent-দের জন্যও উপযুক্ত পারিশ্রমিকের দাবী করে আসছি। এমনকি বিগত প্রায় তিন মাস যাবৎ আমরা প্রিয় সংগঠনের পক্ষ থেকে প্রত্যেকটি জেলায় মাননীয় উপ-অধিকর্তা মহাশয়দের নিকট, মাননীয় MD, LDC এবং মাননীয় CEO, PBGSBS-এর নিকট বিস্তারিত আলোচনার মাধ্যমে চারটি দাবীকে সর্বদা সামনে রেখেছি। সেই চারটি দাবীর অন্যতম দাবী - MVU/ MVC র ক্ষেত্রে সঠিক পারিশ্রমিকের, যা আজ সরকারি নির্দেশনামা হিসাবে প্রকাশিত। আজ আমরা সকলেই ভীষণ আনন্দিত। এই নির্দেশনামার জন্য পশ্চিমবঙ্গ সরকারের মাননীয়া মুখ্যমন্ত্রী মহোদয়া, দপ্তরের মাননীয় মন্ত্রী মহোদয়, মাননীয় বিভাগীয় অতিরিক্ত মুখ্য সচিব মহাশয়, মাননীয় অধিকর্তা মহাশয় এবং সংশ্লিষ্ট সকলকে আন্তরিক শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাই। সেই সাথে প্রত্যেক জেলার মাননীয় উপ- অধিকর্তা মহাশয়, মাননীয় MD, LDC এবং মাননীয় CEO, PBGSBS মহাশয়কে আমাদের প্রিয় সংগঠনকে আলোচনার সময় দেওয়ার জন্য এবং আমাদের দাবী/ বক্তব্য উপযুক্ত স্থানে পৌঁছে দেওয়ার জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। সর্বোপরি জেলায় জেলায় সকল সদস্য-সদস্যা ও MVU/MVC-র দাদা, ভাইবোনরা যেভাবে দীর্ঘদিন এই দাবি আদায়ে সংগঠনের পাশে থেকেছে, শক্তি যুগিয়েছে, তার জন্য কোন প্রশংসাই যথেষ্ট নয়। প্রিয় সংগঠন আবারও একবার প্রমাণ করল আন্তরিকভাবে সকলে মিলে লড়াই করলে, সঠিকভাবে ফাইলের পরিচর্যা করলে দাবী পূরন হবেই।
আমরা চারটি দাবী নিয়ে পথচলা শুরু করেছিলাম, তার একটি আজ পূরণ হলো। আরো তিনটি দাবী নিয়ে ( ১. প্রত্যক ব্লকে একজন করে Data Entry Operator বা Data Entry Fund ২. প্রাণীশক্তি প্রকল্পকে আরো শক্তিশালী ও সফল করার জন্য প্রত্যেকটি হেল্থ সেন্টারে নেট সহ কম্পিউটার এবং ৩. জেলায় জেলায় উপযুক্ত পরিমাণ Logistic Fund), আমাদের প্রিয় সংগঠন কাজ করে যাবে এবং আমরা আত্মবিশ্বাসী আপনাদের সকলের আন্তরিক সহযোগিতায় আমরা সফল হবোই।
জয় হিন্দ্, বন্দে মাতরম্।
ওয়েস্ট বেঙ্গল ভেটেরিনারি অ্যালামনি অ্যাসোসিয়েশন জিন্দাবাদ।
ডা: শুভেন্দু হালদার,
সাধারণ সম্পাদক/ WBVAA
২৬/০৮/২০২৪: "ওয়েষ্ট বেঙ্গল ভেটেরিনারি অ্যালামনি অ্যাসোসিয়েশনের" মুর্শিদাবাদ জেলা শাখার সাধারণ সভা ও কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ও মুর্শিদাবাদ জেলা শাখার সক্রিয় সহযোগিতায় দুই দিন ব্যাপী প্রশিক্ষণ শিবিরের উদ্বোধন হয় বহরমপুরের....
প্রিয় সংগঠন সাথী,
আজ ২৫ শে আগস্ট, রবিবার, আমাদের প্রিয় সংগঠন "ওয়েষ্ট বেঙ্গল ভেটেরিনারি অ্যালামনি অ্যাসোসিয়েশনের" মুর্শিদাবাদ জেলা শাখার সাধারণ সভা ও কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ও মুর্শিদাবাদ জেলা শাখার সক্রিয় সহযোগিতায় দুই দিন ব্যাপী প্রশিক্ষণ শিবিরের উদ্বোধন হয় বহরমপুরের হোটেল রুদ্র তে। তারই ফ্রেমবন্দি কিছু মুহূর্ত।
মুর্শিদাবাদ জেলার সাধারণ সভায় ও প্রশিক্ষণ শিবিরের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের মাননীয় রাজ্য সভাপতি ডাঃ শোভনানান্দ মোহান্তি, সাধারণ সম্পাদক ডাঃ শুভেন্দু হালদার, উপদেষ্টা - মুর্শিদাবাদ জেলা কমিটি ডাঃ বৈকুণ্ঠ নাথ মন্ডল, ফাউন্ডার মেম্বার ডাঃ অরূপ কুমার বিশ্বাস, সহ সভাপতি ও জেলার পর্যবেক্ষক ডাঃ জ্যোতির্ময় চন্দ, অফিস সেক্রেটারি ডাঃ রূপক মিশ্র, সহ সাধারণ সম্পাদক ডা. পার্থ সারথী নাগ, জেলা নেতৃত্ব, জেলার সংখ্যাগরিষ্ঠ সাধারণ সদস্য, প্রশিক্ষক ও শিক্ষার্থী।
উক্ত সাধারণ সভায় সাম্প্রতিক সাংগঠনিক কর্মকান্ড ও আগামী দিনে সংগঠনের কার্যক্রম নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করা হয়। জেলার সদস্যরা বিভিন্ন বিষয়ে তাদের সুচিন্তিত মতামত পেশ করেন। সাধারন সম্পাদক তার বক্তব্যে সমস্ত বিষয়ে বিস্তারিত আলোচনা করেন এবং ভবিষ্যৎ কর্মপন্থা সম্পর্কে অবহিত করেন।
পাশাপাশি আজ বহরমপুরে কেন্দ্রীয় কমিটির উদ্যোগে এবং মুর্শিদাবাদ জেলা কমিটির সহায়তায় একটি দুদিনের আবাসিক প্রশিক্ষণ শিবির "Building bridges to better Veterinary Care" শুরু হয়। শিলিগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়া এবং হরিণঘাটা ফার্ম ইউনিট থেকে ২১ জন আমাদের সদস্য/সদস্যা ভেটেরিনারিয়ান এই প্রশিক্ষণ শিবিরে অংশগ্রহণ করেন। ট্রেনার হিসাবে উপস্থিত ছিলেন ডাঃ অমিত সরকার, ডাঃ পার্থ সারথী নাগ, ডাঃ গোপাল সামন্ত এবং ডাঃ অগ্নিভ নন্দী। প্রশিক্ষণ শিবির আগামীকাল বিকেল পর্যন্ত চলবে। এই প্রশিক্ষণ শিবিরের মাধ্যমে আমাদের প্রাণী চিকিৎসক সদস্যরা যথেষ্টই উপকৃত হবেন বলে আমাদের বিশ্বাস।
অপরদিকে, উত্তর দিনাজপুর জেলা শাখার উদ্যোগে এবং ডাঃ মানিক লাল সাহা, ডাঃ রাকেশ মন্ডল ডা. সৌরভ মাথুর, ডা. রাজেন সাউ এর নেতৃত্বে পথ কুকুরের নির্বীজকরন এবং ডা. দিব্যেন্দু বিকাশ কর্মকার, ডা. সৌমেন্দ্রনাথ বসাক, ডা. সুকান্ত রায়, ডা. বাদল দাস ও উপস্থিত অন্যান্য সদস্য প্রাণী চিকিৎসকদের সহায়তায় নিঃশুল্ক প্রাণী স্বাস্থ্য শিবির এবং ঔষধ বিতরণ কর্মসূচী সাফল্যের সাথে অনুষ্ঠিত হলো । এই অনুষ্ঠানে ১৮ টি পথ কুকুরের নির্বীজকরণ করা হয় এবং তিন শতাধিক প্রাণী, চিকিৎসা শিবিরের মাধ্যমে উপকৃত হয় । উক্ত অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলার জেলা-পরিষদের কর্মাধ্যক্ষা মাননীয়া শ্রীমতি নবনীতা দাস মহাশয়া।
জয় হিন্দ। বন্দেমাতরম।
ওয়েস্ট বেঙ্গল ভেটেরিনারি অ্যালামনি অ্যাসোসিয়েশন জিন্দাবাদ ।
সাধারণ সম্পাদক/ WBVAA
১৫/০৮/২০২৪: "আমার মাথা নত করে দাও হে তোমার চরণধুলার তলে।
সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে।"
সাথী, সার্থক হলো যেন বহু আকাঙ্খিত এক স্বপ্ন,....
"আমার মাথা নত করে দাও হে তোমার চরণধুলার তলে।
সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে।"
সাথী
সার্থক হলো যেন বহু আকাঙ্খিত এক স্বপ্ন, দীর্ঘ লালিত এক ভাবনা! ১৯৭৯ সালের ৮ই আগষ্ট, অসংখ্য লড়াুকু যোদ্ধা ও সৈনিকের অসীম ত্যাগ, তিতিক্ষা ও আত্মবলিদানে, আমাদের প্রিয় সংগঠন ওয়েষ্ট বেঙ্গল ভেটেরিনারি এ্যালামনি এ্যাসোসিয়েশনের সদ্য-অঙ্কুরিত চারা-বটগাছটি প্রথম সূর্যের আলো দেখেছিল। তারপর অতিবাহিত হয়েছে সুদীর্ঘ পঁয়তাল্লিশটি বছর, গঙ্গার বুকে খেলে গেছে অসংখ্য জোয়ার-ভাটা। সেদিনের সেই চারা-বটগাছ অসংখ্য শাখা-প্রশাখা ও ঝুরি সমবায়ে সুবৃহৎ মহীরূহে পরিণত হয়েছে আজ।
কেমন করে ভুলে থাকতে পারি, মহাত্মা সেই সংগ্রামী প্রতিষ্ঠাতা-সদস্যদের অকুন্ঠ অবদানের কথা? সাংগঠনিক সিদ্ধান্ত গ্রহণ করি আমরা, মাথা নত করে শ্রদ্ধা জানাবো তাঁদের চরণতলে। ঠিক হয়, এবছর থেকেই আমরা শুরু করবো ৮ই আগষ্ট দিনটিকে 'প্রতিষ্ঠা দিবস' হিসেবে উদযাপন করার। ৮ই আগষ্ট বৃহষ্পতিবার কর্মদিবস হওয়ার দরুণ, ১১ই আগষ্ট রবিবার, ওয়েষ্ট বেঙ্গল ভেটেরিনারি কাউন্সিল ভবনের সভাকক্ষে আমাদের প্রিয় সংগঠনের প্রথম বার 'প্রতিষ্ঠা-দিবস' উদযাপিত হলো সাড়ম্বরে এবং সাফল্যের সাথে। এতাবৎকালের মধ্যে প্রতিষ্ঠাতা সদস্যদের অনেকেই চিরতরে পাড়ি দিয়েছেন অমর্ত্যলোকে। তাঁদের সকলের অমলিন স্মৃতির প্রতি আমরা বিনম্র চিত্তে শ্রদ্ধা নিবেদন করি আজকের মহতী মঞ্চ থেকে।
যতজনের নাম আমরা তালিকাবদ্ধ করতে সক্ষম হয়েছিলাম, সাদর আমন্ত্রন জানিয়েছিলাম তাঁদের ।
উপস্থিত হয়েছিলেন ডাঃ তপন ঘোষ, ডাঃ গৌতম প্রসাদ সরখেল, ডাঃ তপন কুমার ভট্টাচার্য, ডাঃ অরূপ বিশ্বাস, ডাঃ অমল চট্টরাজ, ডাঃ অর্ধেন্দু পাল এবং ডাঃ অসিত বরণ মন্ডল। উপস্থিত ছিলেন ডাঃ জহর লাল চক্রবর্তীর সুযোগ্যা পত্নী শ্রীমতী মিতালি চক্রবর্ত্তী এবং তাঁর পুত্র ঋতম চক্রবর্তী। প্রায় সকলের আবেগঘন সুললিত স্মৃতিচারণে সম্মোহিত হই আমরা। সংগঠনের পক্ষ থেকে তাঁদের সকলকে স্মারক ও বিবিধ উপহার সমহারে সংবর্ধিত করে সমৃদ্ধ হলাম আমরা।
এই অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ডাঃ তপন কুমার মন্ডল, প্রাক্তন উপাচার্য, পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়। বিশেষ প্রাপ্তি আমাদের, শ্রীরামপুর বিধানসভা ক্ষেত্রের মাননীয় বিধায়ক এবং প্রিয় সংগঠনের উপদেষ্টা ডাঃ সুদীপ্ত রায় মহোদয়কে প্রধান অতিথি হিসেবে পাওয়া। তাঁর সুচিন্তিত বক্তব্য ও পরামর্শ আমাদের আগামীর পথচলার পাথেয়। অন্যান্য বিশিষ্ট অতিথিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন আমাদের বিশ্ববিদ্যালয়ের মাননীয় নিবন্ধক ডাঃ পার্থ দাস মহোদয়, আমাদের প্রিয় সংগঠনের প্রাক্তন সাধারণ সম্পাদক ডাঃ গুরুচরণ দত্ত, প্রাক্তন সভাপতি ডাঃ আশুতোষ বিশ্বাস, উপদেষ্টাদ্বয় যথাক্রমে ডাঃ সুফল খান ও ডাঃ শিবাজী ভট্টাচার্য এবং সর্বোপরি আমাদের প্রিয় সংগঠনের মাননীয় সভাপতি ডাঃ শোভনানন্দ মহান্তি মহাশয়, সমগ্র অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যিনি।
সংগঠনের পক্ষ থেকে বিশিষ্ট অতিথিবর্গকে বরণ করে নেওয়া হয় স্মারক ও সাম্মানিক উপহার সহযোগে।
এই বিশেষ দিনটিকে আরও বেশি স্মরণীয় করে রাখতে আমরা পূর্ব গৃহীত সিদ্ধান্ত অনূযায়ী দ্বিতীয়বার মোট দশজন মেধাবী ছাত্র-ছাত্রীর প্রত্যেক কে বারো হাজার টাকা করে বৃত্তি প্রদান করা হয়।
অবশেষে, সভাপতি মহাশয়ের ধন্যবাদ জ্ঞাপন ও জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে পরিসমাপ্তি ঘোষিত হয় অনুষ্ঠানের।
বন্ধু, আমরা বিশ্বাস করি, 'রচিবে যাহা তাহাই সত্য। যাহা ঘটে, সব সত্য নহে!' আমরা যেমন ইতিহাসে আস্থা রাখতে জানি, রচনাও করতে পারি নিত্য-নতুন ইতিহাস। আমাদের সাংগঠনিক সুবিশাল কর্মকান্ড সেটাই প্রমান করে এসেছে, আমাদের সংগঠনের জন্মলগ্ন থেকে। আর তা সবসময়ের জন্য সম্ভব হয়েছে, সমস্ত সদস্যের সম্মিলিত শক্তি ও আন্তরিক প্রয়াসের ফলে। আগামী দিনে আমাদের বর্ষীয়ান প্রতিষ্ঠাতা-সদস্যদের অকুন্ঠ আশীর্বাদ এবং সকলের পূর্ণ সহযোগিতায় আমাদের সংগঠনের নিরলস কর্মপ্রয়াস নিয়ত জারী থাকবে, এই সুগভীর প্রত্যাশা রাখি। এই মহতী অনুষ্ঠানের কিছু ছবি ।
জাতীয়তাবাদী অভিনন্দন সহ
ডাঃ শুভেন্দু হালদার
সাধারণ সম্পাদক
ওয়েষ্ট বেঙ্গল ভেটেরিনারি এ্যালামনি এ্যাসোসিয়শন